স্টাফ রিপোর্টার ::
সিনিয়র সাংবাদিক শাহজাহান চৌধুরী সুনামগঞ্জ স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে উন্নয়ন সংস্থা ইরার মিলনায়তনে ফোরামের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে সভাপতি নির্বাচিত করা হয়।
ফোরামের সহসভাপতি এমদাদুল হক শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও ইরার নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক সেরুজ্জামান, সদস্য রুনা শাহীন আরা লেইস, মাহীন চৌধুরী, পারভীন আক্তার ও ফোকাল পারসন ফয়সল আহমদ প্রমুখ।
প্রসঙ্গত, চলিত বছরের এপ্রিল মাসে অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবদুন নূরকে সভাপতি সুনামগঞ্জ স্বাস্থ্য অধিকার ফোরামের কমিটি গঠন করা হয়। গত ১৩ জুলাই ডা. আবদুন নূর মারা গেলে সংগঠনটির সভাপতির পদটি শূন্য হয়।