ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশায় বজ্রপাতে নিহত জেলে সাজ্জাদ নূর ও রাকিব মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার চামরদানি ইউনিয়নের দুগনই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রাপ্ত ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা নিহতের পরিবারের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান। এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, চামরদানি ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ওয়াসিল আহম্মদ, মধ্যনগর ইউপি চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার প্রমুখ।
উল্লেখ্য, গত সোমবার বিকেলে দুগনই গ্রামের মকলিব আলীর ছেলে সাজ্জাদ নূর ও ফজল আমিনের ছেলে রাকিব বাড়ির অদূরে নৌকায় করে কাইল্যানী হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে পানিতে পড়ে নিখোঁজ হয়। এ সময় নৌকায় থাকা সাজ্জাদের ৭ বছর বয়সী মেয়ে ছোটমণিও বাড়িতে গিয়ে খবর দিলে স্থানীয় লোকজন দ্রুত এসে তাদের মরদেহ উদ্ধার করে।