শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রেসক্লাবের সভাপতি কাজী মো. জমিরুল ইসলাম মমতাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল হকের পরিচালনায় অস্থায়ী কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, কোষাধ্যক্ষ সোহেল তালুকদার, দপ্তর সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, নির্বাহী সদস্য এমএ কাশেম চৌধুরী, মো. জামিউল ইসলাম তুরান, আলাল হোসেন, ছায়াদ হোসেন সবুজ। সভায় প্রেসক্লাবের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়। অপরদিকে সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদের পিতা ও দিরাই প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। এছাড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সোহেল তালুকদারের পিতার রোগমুক্তি কামনা করা হয়।