1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
বুধবার, ২১ মে ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

বজ্রপাতে দুই জনের মৃত্যু

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশায় বজ্রপাতে সাজ্জাদ নূর (২৬) ও রাকিব মিয়া (১৩) নামের দুই জেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার কাইল্যাণী হাওরে এ ঘটনা ঘটে। নিহত দুজনের বাড়ি উপজেলার মধ্যনগর থানার চামরদানি ইউনিয়নের দুগনই গ্রামে। সাজ্জাদ মলহিব আলীর ও রাকিব ফজল আমিনের ছেলে।
স্থানীয়রা জানায়, সোমবার দুপুর থেকে সাজ্জাদ ও রাকিব কাইল্যাণী হাওরে নৌকায় করে মাছ ধরছিল। বিকেল সাড়ে চারটার দিকে সেখানে আকস্মিক বজ্রাঘাতে সাজ্জাদ ও রাকিব নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হয়। এ সময় তাদের সাথে নৌকায় থাকা সাজ্জাদের ৭ বছর বয়সী মেয়ে ছোটমনি নৌকা চালিয়ে বাড়িতে গিয়ে খবর দেয়। খবর শুনে পরিবারের লোকজনসহ স্থানীয় হাওরে এসে জাল ফেলে অনেক খোঁজাখোঁজির পর সাজ্জাদ ও রাকিবের মরদেহ উদ্ধার করে। মধ্যনগর থানার ওসি জানান নির্মল দেব এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com