সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. শাহজাহান-এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মহিউদ্দিন মুরাদ-এর সভাপতিত্বে এবং সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আখতারুজ্জামান আহমদের পরিচালনায় দায়রা জজ আদালতের এজলাস কক্ষে “ফুলকোর্ট রেভারেন্স” অনুষ্ঠিত হয়।
সোমবার অনুষ্ঠিত রেভারেন্সে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুর রহিম এবং আদালতের কর্মরত বিচারকগণসহ সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. মো. সৈয়দ ফওয়াদুল জওয়াদ। সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম মরহুমের মৃত্যুস্মারক (জীবন বৃত্তান্ত) পাঠ করেন।
রেভারেন্সে মরহুমের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন অ্যাডভোকেট কাওসার আলী, অ্যাডভোকেট মো. আব্দুল হক, অ্যাডভোকেট মোহাম্মদ মানিক, অ্যাডভোকেট মো. মিজানুর রহমান, অ্যাডভোকেট মো. কামরুজ্জামান। – সংবাদ বিজ্ঞপ্তি