স্টাফ রিপোর্টার ::
ছাতক পৌরসভা কার্যালয়ের সম্মুখে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি দৃষ্টিনন্দন ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে পৌরসভার অর্থায়নে স্থাপিত ম্যুরাল উদ্বোধন সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান ও ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন, পৌর সচিব খান মোহাম্মদ ফারাবী, ব্যবসায়ী আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী, পৌর কাউন্সিলর লিয়াকত আলী, ইরাজ মিয়া, হাজী ছালেক মিয়া, নাজিমুল হক, রশিদ আহমদ খসরু, শফিকুল হক, রত্না রানী মালাকার, নূরেছা বেগম প্রমুখ।
উদ্বোধনের পর বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন অতিথিরা। পরে পৌরসভার বিভিন্ন দপ্তর পরিদর্শন ও সম্মেলন কক্ষে মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় বিভাগীয় কমিশনার। পৌরসভায় বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতির খোঁজ-খবর নেন তিনি।