মো. শাহজাহান মিয়া ::
জগন্নাথপুরে রোপা আউশ ধানের বাম্পার ফলন হয়েছে। এতে কৃষকদের মুখে ফুটে উঠেছে আনন্দের হাসি। গত কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন হাওরের উঁচু জমিতে উৎপাদিত রোপা আউশ ধান কাটা শুরু হয়েছে। এছাড়া চলছে রোপা আমন ধান রোপণ। কৃষকরা ধান কাটা ও রোপণ করা নিয়ে রীতিমতো ব্যস্ত সময় পার করছেন।
শনিবার সরেজমিনে দেখা যায়, উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের হাওরে কৃষকরা একদিকে জমির পাকা ধান কর্তন করছেন, আবার অন্যদিকে রোপা আমন ধান রোপণ করছেন। এক সাথে ধান কর্তন ও রোপণ নিয়ে কৃষকরা ব্যস্ত হলেও আনন্দের কমতি ছিল না। ব্যাপক
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তারা এসব কাজ করছেন।
জগন্নাথপুর উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, এবার জগন্নাথপুর উপজেলার বিভিন্ন হাওরের ৩৮০০ হেক্টর জমিতে রোপা আউশ ধান আবাদ হয়েছে। বর্তমানে চলছে আউশ ধান কর্তন। এছাড়া প্রায় ১০ হাজার হেক্টর জমিতে আবাদ করা হচ্ছে রোপা আমন ধান। যা বর্তমানে রোপণ চলছে।
কৃষি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের দিকনির্দেশনা ও পরামর্শে আউশ ও আমন ধান আবাদে উৎসাহিত হয়েছেন কৃষকরা। সেই সাথে সরকারিভাবে কৃষকদের সার-বীজ সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। সবার সমন্বিত প্রচেষ্টায় এবার জমিতে উৎপাদিত হয়েছে বাম্পার আউশ ধান। একইভাবে আগামী আমন ধানেরও বাম্পার ফলন হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।