স্টাফ রিপোর্টার ::
করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ২০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি। বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের হল রুমে সিভিল সার্জন ডা. মোহাম্মদ শামস উদ্দিনের কাছে ২০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি’র সহ-সভাপতি খন্দকার মঞ্জুর আহমদ, আমিনুর রশিদ, চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি’র পরিচালক নূরে আলম প্রমুখ।