স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলের মাতা সুফিয়া নূরের মৃত্যুতে শোক জানিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ ও কেন্দ্রীয় যুবলীগ।
বুধবার ৪ আগস্ট কেন্দ্রীয় আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া কর্তৃক পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সুফিয়া নূরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি শোক প্রকাশ করেন। শোক বার্তায় তিনি সুফিয়া নূরের আত্মার মাগফেরাত কামনা, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটিও সুফিয়া নূরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দলীয়ভাবে বিবৃতি দিয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপদপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ওই শোক ও শ্রদ্ধা জানানো হয়।
উল্লেখ্য, গত ২ আগস্ট গভীর রাতে সিলেটে একটি বেসরকারি ক্লিনিকে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন মহিয়সী নারী সুফিয়া নূর। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও ৭ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। মঙ্গলবার বাদ জোহর লক্ষণশ্রী ঈদগাহ ময়দানে তার নামাজে যানাজা শেষে গাজির দরগাহ গোরস্থানে তাকে দাফন করা হয়।