মাহমুদুর রহমান তারেক, যুক্তরাজ্য থেকে ::
যুক্তরাজ্যে খাদ্য সংকট তৈরি হয়েছে। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর প্রথমবারের মত খাদ্য সংকটে পড়েছে দেশটি। বিশ্লেষকরা বলছেন, এই খাদ্য সংকটের মূল কারণ দেশটির বিভিন্ন সেক্টরের কর্মী সংকট ও বেক্সিটের সিদ্ধান্ত। তবে খাদ্য সংকট কাটাতে উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। সরকার দেশের ১৬টি সেক্টরের মানুষদের সেলফ আইসোলেশনের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে।
যুক্তরাজ্যের অন্যতম বড় খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান “দ্যা চিকেন কিং” এর পক্ষ জানানো হয়েছে, এভাবে খাদ্য সংকট এর আগে তারা কখনও দেখে নি। তারা ভোক্তার চাহিদা পূরন করতে পারছে না। দেশের খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো বলছে , সব সময় খাদ্য মজুদ রাখা থাকলেও এবারই প্রথম আমদানীকারকদের স্টোরগুলোতে খাদ্য ঘাটতি তৈরি হয়েছে। যুক্তরাজ্যে বর্তমানের সংকট কাটাতে ১৬ টি সেক্টরের সাথে যারা যুক্ত রয়েছে তাদের টিকার দুই ডোজ দেওয়া থাকলে সেলফ আইসোলেশনে থাকতে হবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। সেক্টরগুলো হলো এনার্জি, সিভিল নিউক্লিয়ার, ডিজিটার অবকাঠামো খাত, খাদ্য প্রস্তুকারক ও সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, পানি, পশু চিকিৎসা, মেডিসিন বিভাগ, প্রয়োজনীয় যানবাহন, রাসায়নিক খাত, চিকিৎসা সংক্রান্ত সরবরাহ, জরুরী সেবা, বর্ডার নিয়ন্ত্রণ, প্রয়োজনীয় প্রতিরক্ষা খাত, স্থানীয় সরকারের সাথে যারা যুক্ত। এসব সেক্টরের সঙ্গে যারা জড়িত তাদের জন্য আইশোলেশনের নিয়ম শিথিল করা হয়েছে। এদিকে গত সপ্তাহেই দেশটিতে ৬ লাখ ১৮ হাজার ৯০৩ জন মানুষ সেলফ আইশোলেশনে গিয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমানে দেশটিতে প্রায় ১৮ লাখের বেশি মানুষ সেলফ আইশোলেশনে রয়েছে। অন্যদিকে সরকারের নতুন এই সিদ্ধান্তে যেসব মানুষ করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসবেন তাদের যদি দুই ডোজ টিকা দেওয়া থাকে তাহলে কাজে ফিরতে পারবেন। তবে সে ক্ষেত্রে সেই ব্যক্তিতে নিয়মিত ফ্লটেস্ট করতে হবে।