স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নূরুল হুদা মুকুটের সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বৃহস্পতিবার (২২ জুলাই) সন্ধ্যায় কেন্দ্রীয় শ্রীশ্রী কালীবাড়ি নাট মন্দিরে অনুষ্ঠিত হয়েছে। এই বিশেষ প্রার্থনার আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা, সদর উপজেলা শাখা, পৌর শাখা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখা, সদর উপজেলা শাখা, জন্মাষ্টমী উদযাপন পরিষদ ও শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন উদযাপন পরিষদ, সুনামগঞ্জ।
বিশেষ প্রার্থনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিশ্বজিত চক্রবর্তী, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস, শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি স্বপন কুমার দেব, পূজা উদযাপন পরিষদ জাতীয় পরিষদ সদস্য শুভব্রত বসু, জেলার সহ-সভাপতি স্বপন কুমার দাস, পৌর কমিটির সভাপতি প্রদীপ চৌধুরী আচল, সাধারণ সম্পাদক সন্তোষ রায় সন্তো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদর উপজেলা কমিটির আহ্বায়ক চন্দন কুমার দাস, জেলা কমিটির সাংগঠনিক স¤পাদক অ্যাডভোকেট রাধাকান্ত সূত্রধর, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবস¤পদ বিষয়ক স¤পাদক সীতেশ তালুকদার মঞ্জু, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হিরন্ময় রায়, রবীন্দ্র কুমার দেব রবি, চন্দন কুমার রায়, নারায়ণ চক্রবর্তী, পরিমল তালুকদার, সিদ্ধার্থ এষ বলাই, দিলীপ কুমার রায়, ঝন্টু ভূষণ সরকার, অমর দাস, প্রসেনজিৎ নন্দী, রথীশ অধিকারী, পৌর ছাত্রলীগের সাধারণ স¤পাদক সাক্ষর রায়, সাংগঠনিক স¤পাদক রুবেল দাস প্রমুখ।