স্টাফ রিপোর্টার ::
লকডাউন শিথিল করায় মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কমে গেছে। অবাধে জনমানুষ চলাচল করছেন। সড়কে বেড়েছে যানবাহনের চাপ। তবে কোথাও স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানা হচ্ছে না। শহরের মোড়ে মোড়ে অলি-গলিতে থাকা অধিকাংশ চায়ের দোকান-পাটে মানুষের জটলা দেখা গেছে। আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও তেমন দেখা যায়নি। শনিবার সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
শহরের আলফাত স্কয়ার, মধ্যবাজার, পুরাতন বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, জনসাধারণ স্বাস্থ্যবিধি মানতে উদাসীন। অনেকের মুখে ছিল না মাস্ক।
এদিকে, কোরবানি ঈদের তিন দিন বাকি থাকতে ঈদকেন্দ্রিক নিত্যপণ্যের বেচাকেনাও বেড়েছে। বেড়েছে ক্রেতাদের ভিড়। সব মিলিয়ে মানুষের মধ্যে কঠোর কমেছে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা।