স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে পবিত্র ঈদুল আজহার উপহার লুঙ্গি বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও দৈনিক সুনামকণ্ঠ’র সম্পাদকমণ্ডলীর সভাপতি মো. জিয়াউল হক। প্রতিবছরের ঈদ উৎসবের ন্যায় এবারো বীর মুক্তিযোদ্ধাদের মাঝে লুঙ্গি বিতরণ করেন তিনি।
শনিবার সকালে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয় থেকে উপহারের লুঙ্গি বিতরণ করা হয়। সুনামকণ্ঠ সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে উপহার বিতরণ করেন। এসময় সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালিক, বীর মুক্তিযোদ্ধা রেনু মিয়া, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মজিদ জানান, সদর উপজেলার প্রায় সাড়ে তিন শত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে লুঙ্গি ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধার স্ত্রীদের মধ্যে শাড়ি উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।