স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং জামিয়া ইসলামিয়া হরমুজিয়া দারুল হাদিস তেঘরিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব নূরুল হুদা মুকুটের দ্রুত সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দারুল হাদিস তেঘরিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির উদ্যোগে শনিবার বাদ জোহর তেঘরিয়া মসজিদে আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন তেঘরিয়া মসজিদের খতিব মাওলানা তফাজ্জুল হক আজিজ, মাওলানা আব্দুল আউয়াল, মুফতি বদরুল আলম, মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারি মো. জিয়াউল হক, মসজিদ কমিটির সভাপতি অ্যাড. শেরেনূর আলী, সেক্রেটারি ফারুক মিয়া, সহ-সেক্রেটারি জুয়েল মিয়া, অ্যাড. আমিনুর রশিদ রনক, বেলায়েত হোসেন, হাজী ফোরকান উদ্দিন, খোকন হুদা প্রমুখ।
উল্লেখ্য, নূরুল হুদা মুকুট করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।