জগন্নাথপুর প্রতিনিধি ::
কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে জনি মিয়া (২৫) নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। তিনি জগন্নাথপুর থানায় কর্মরত ছিলেন। তিনি জামালপুর জেলার সদর থানার বেলবেলিয়া গ্রামের মৃত আকরাম হোসেনের ছেলে।
জানাগেছে, গত ১৩ জুলাই জগন্নাথপুর পৌর শহরের হেলিপ্যাড এলাকায় একটি কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য জনি মিয়া গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে তাকে সিলেট উইমেন্স হাসপাতালে ভর্তি করা হয়। টানা ৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, জনি মিয়ার মরদেহ তাঁর গ্রামের বাড়িতে পাঠানোর প্রস্তুতি চলছে।