বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, সুনামগঞ্জ ইউনিটের উদ্যোগে সুনামগঞ্জ সদর উপজেলার ৫টি
শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, আব্দুল আহাদ-সাহিদা চৌধুরী উচ্চ বিদ্যালয়, হাজী লাল মামুদ উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব জমিরুন নূর উচ্চ বিদ্যালয়, জানিগাঁও, নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয় এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া হাই স্কুল এন্ড কলেজসহ মোট ৬টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিটের স্বেচ্ছাসেবকদের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের কালীবাড়িস্থ রেডক্রিসেন্ট কার্যালয় থেকে ক্রীড়াসামগ্রী বিতরণকলে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ইউনিটের সেক্রেটারি আলহাজ্ব অ্যাড. মো. মতিউর রহমান পীর, কার্যনির্বাহী সদস্য হায়দার চৌধুরী লিটন, শংকর চন্দ্র দাশ আলহাজ্ব মোহাম্মদ এমদাদুল হক শাহজাহান, ইউনিট অফিসার কনিকা তালুকদার, যুবপ্রধান ফারজানা আক্তার ঝর্ণা, সিনিয়র যুব সদস্য সেরুজ্জামান, মো. ফারুক মিয়া, আব্দুস সালাম, মাছুম আহমেদ, শাহজাহান আলম সিদ্দিকী, প্রিন্স, যুব সদস্য সালেহ আহমেদ রিয়াদ, প্রিতম শ্যাম, তানভীর রাসেল, স্বর্ণা বেগম, বন্যা, বৃষ্টি, রেহেনা, আপন আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, করোনাকালীন সময়ে মানসিক ও দৈহিক সুস্থতা এবং চিত্তবিনোদনের জন্যে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার সরঞ্জামাদি ফুটবল ৪টি, ভলিবল (নেটসহ) ২সেট, দাবা বোর্ড (কয়েনসহ) ৪সেট এবং ইউনিটের যুব স্বেচ্ছাসেবকদের মধ্যে ফুটবল ১টি, ভলিবল(নেটসহ) ১ সেট, দাবা বোর্ড (কয়েনসহ) ২সেট, ক্যারাম বোর্ড (কয়েনসহ) ১টি বিতরণ করা হয়েছে। – সংবাদ বিজ্ঞপ্তি