1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
সোমবার, ১২ মে ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

করোনামুক্ত হোক বিশ্ব, হিংসামুক্ত হোক পৃথিবী

  • আপডেট সময় বুধবার, ১৯ মে, ২০২১

:: সুখেন্দু সেন ::
নিঃশ্বাসের কষ্ট নিয়ে ধুঁকছে বিশ্ব। অক্সিজেন, ভেন্টিলেটার! হৃদয়জুড়ে হাহাকার। মৃত্যুর এক অনিয়ন্ত্রিত পারাবার। পৃথিবীর দিনলিপি পূর্ণ হচ্ছে মৃত্যু সংখ্যায়। প্যালেস্টাইনে মরছে মানুষ, নিরীহ নারী, শিশু। আফগানিস্তানের কাবুলে মরলো স্কুল পড়ুয়া কচি কচি বালিকারা। অক্সিজেনের অভাবে নয়, ক্ষেপনাস্ত্র আর বোমার আঘাতে; হিংসার আগুনে। এ বড় মারাত্মক ভাইরাস। করোনার চেয়েও নিষ্ঠুর।
করোনা ভাইরাস নূতন, হিংসা পুরনো আদিম। একটি ভাইরাস থেকে অনেকগুলো ভাইরাসের জন্ম হয়। তখন এর রূপান্তর ঘটে, চরিত্র বদল হয়। মিউটেশনে ভাইরাসের সংক্রমণ ক্ষমতা নাকি বেড়ে যায়। মানুষের জ্ঞান এখনও পাল্লা দিয়ে পারছেনা এ বিচিত্র রূপান্তরের চরিত্র বিশ্লেষণে। বিজ্ঞানীরা এখনও নিশ্চিন্ত নন সকল টিকা সকল ভ্যারিয়েন্টে কার্যকর হবে কি না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোনো রাখঢাক না করেই জানিয়ে দিলো করোনার দ্বিতীয় বছরটি হবে আরো ভয়াবহ। খালিচোখেও এর আলামত লক্ষণীয়। এখন পর্যন্ত অনেকগুলি ভ্যারিয়েন্টের কথা শুনা গেছে। আফ্রিকান ভ্যারিয়েন্ট, ব্রাজিল ভ্যারিয়েন্ট, ইউকে ভ্যারিয়েন্ট সর্বশেষ ভারতীয় ভ্যারিয়েন্ট। ধারণা করা হচ্ছে এটি হিংস্র, মারণ ক্ষমতা অধিক। ভ্যারিয়েন্টের কোনো শেষ নেই।
বাংলাদেশেও এর রূপান্তর ঘটে হতে পারে বাংলা ভ্যারিয়েন্ট। ঢাকা ভ্যারিয়েন্ট। কুমিল্লা ভ্যারিয়েন্ট। সেটার চরিত্র কতো জটিল কুটিল হবে তা হয়তো এখনি বলা যাবে না তবে খুব যে সদয় হবেনা তা নিশ্চিত।
ভাইরাসের একটা অবলম্বনের দরকার হয়। একজন থেকে অন্যজনে সহস্র জনে ছড়ায়। হিংসারও বিস্তৃতি ঘটে। একটি হিংসা অনেকগুলি হিংসার জন্ম দেয়। যে কোনো কিছু অবলম্বন করেই তা ছড়িয়ে যায়। রাজনীতি, আধিপত্যবাদ, ক্ষমতা, বাণিজ্য, ধর্ম, জাতপাত, সাম্প্রদায়িকতা, লোভ, প্রেমে, অপ্রেমেও হিংসা ছড়ায়। এর বিস্তৃতি সর্বত্র। অনেক পুরনো হলেও এর প্রতিষেধক আজ পর্যন্ত তৈরি হয়নি। এটি ছড়ায় মানুষের মস্তিষ্ক থেকে। মানুষের চরিত্রও যে করোনার মত বিচিত্র, রহস্যময়।
করোনার রূপান্তর ও আচরণেও রয়ে গেছে অনেক রহস্যময়তা। এর গতিপথ, আচরণ নিয়ে অনেক বিজ্ঞানীর মনে সংশয় রয়ে গেছে। কে জানে এটিও কোনো হিংসার রূপান্তরিত রূপ কি না। হয়তো একদিন করোনা থেমে যাবে, সকল রহস্য উন্মোচিত হবে কিন্তু ততোদিনে আরও প্রলয় প্রত্যক্ষ করে যেতে হবে মানব জাতিকে। দিতে হবে অনেক মূল্য। কতোদিন এ ভার বহন করে যেতে হবে তা অনিশ্চিত। ততদিন প্রার্থনায় থাকি করোনামুক্ত হোক বিশ্ব, হিংসামুক্ত হোক এই পৃথিবী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com