দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নে রমজান ও ঈদ উপলক্ষে ১৬৪ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার পান্ডারগাঁও ইউনিয়নের হাজি কনু মিয়া উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের তরুণ সমাজসেবক ওলিউর রহমান।
জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের ভাইস প্রেসিডেন্ট, যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কালাম আজাদ ছোটনের অর্থায়নে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারুল হেরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক কামাল উদ্দিন, স্বাস্থ্য সহকারী লাল মিয়া, মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের প্রভাষক মো. আলমগীর হোসেনসহ ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গ। – সংবাদ বিজ্ঞপ্তি