জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ে শনিবার দুপুরে জনকল্যাণ ট্রাস্ট হবিবপুর ইউকে-এর উদ্যোগে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট সমাজসেবী মিফতা মিয়া।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসাইন, জনকল্যাণ ট্রাস্ট হবিবপুর-এর ট্রেজারার ইমরুল হক হিরক, ট্রাস্টি জুনেদ আহমদ, ট্রাস্টি হাসান আহমদ, ট্রাস্টি শিবলী আহমদ।
সমাজকর্মী মো. কবির উদ্দিন ও নোমান আহমদের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবী হাজী সমছু মিয়া, আব্দুল হক, মো. ছাদেক মেম্বার, মো. চুনু মিয়া, মো. আলকাব আলী, মো. জয়নাল মিয়া, মো. মিনার আলী, মো. মাসুক মিয়া, মো. কামাল প্রমুখ।
উল্লেখ্য, সাম্প্রতিক জগন্নাথপুরে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা হিসেবে এক লাখ দুই হাজার টাকা বিতরণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি