গত কয়েক মাসে সুনামগঞ্জ শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ বাসাবাড়িতে ঘন ঘন চুরির ঘটনা ঘটেছে। এসব চুরির ঘটনা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। “শহরে জানালা ভেঙ্গে চুরি” শিরোনামে গতকাল দৈনিক সুনামকণ্ঠ পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদে বলা হয়, শহরের হাছন নগর রোডের দেওয়ান বাড়ি এলাকায় একটি বাসার জানালা ভেঙ্গে চোরেরা ১২ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। তখন বাসার লোকজন জরুরি প্রয়োজনে বাইরে ছিলেন। রাত ১০টার ভেতরে চুরির ঘটনাটি ঘটেছে।
এর আগে গত মাসে শহরের উকিলপাড়ায় একটি কম্পিউটারের দোকানের দেয়াল ভেঙ্গে মূল্যবান জিনিসপত্রসহ ক্যাশ টাকা নিয়ে যায় চোরেরা। গত ১৩ জুন দৈনিক সুনামকণ্ঠ পত্রিকায় “শহরে দেয়াল কেটে চুরির ঘটনা বাড়ছে” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
সংবাদে বলা হয়, গ্রামীণ এলাকার ‘সিঁদকাটা চুরি’ এবার শহরে ফিরে এসেছে। গ্রামের চোররা সহজে মাটির বেড়া কেটে ঘরে প্রবেশ করে মানুষের সর্বস্ব চুরি করে নেয়। এবার শহরেও সিঁদকাটা আদলে ‘দেয়াল কাটা’ চুরির প্রবণতা বৃদ্ধি পেয়েছে। গত কয়েক মাসের ব্যবধানে সুনামগঞ্জ শহরের একই এলাকায় একই কায়দায় ‘দেয়াল কেটে’ চোররা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মূল্যবান পণ্যসহ নগদ টাকা-পয়সা নিয়ে যাচ্ছে।
এসব চুরির ঘটনায় শহরবাসী উদ্বিগ্ন। আমরা মনে করি, চুরি ঠেকাতে পুলিশ প্রশাসনকে অবশ্যই উদ্যোগী হতে হবে। নিতে হবে কঠোর পদক্ষেপ।