জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হল জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের মৃত আলা মিয়ার ছেলে আনছার আলী কালা (৩৬), একই ইউনিয়নের আসামপুর গ্রামের আরমান আলীর ছেলে আনিছ মিয়া (৩২), ছাতক উপজেলার জিগলি গ্রামের মৃত রওশন আলীর ছেলে হেলাল মিয়া (৩০), একই থানার হবিবপুর গ্রামের মৃত কলমধর আলীর ছেলে লিকসন ওরফে লক্ষণ ধর (২৮), জিগলি গ্রামের মৃত কালাই মিয়ার ছেলে মাসুম মিয়া (২০), বাদে জিগলি গ্রামের মৃত উস্তার আলীর ছেলে নাজির উদ্দিন (২০), শেওড়াপাড়া গ্রামের তাহির আলীর ছেলে রনি মিয়া (২৯), সুনামগঞ্জ সদর থানার আলমপুর (কান্দারগাঁও) গ্রামের শফিকুল হকের ছেলে মাসুম আহমদ (১৮), একই গ্রামের নুরুল হকের ছেলে দুলাল আহমদ (২৫), একই থানার বড়পাড়া শ্যামলী ১৬৪ বাসার বাসিন্দা সমির উদ্দিনের ছেলে বদরুল আলম (২৬), হবিগঞ্জ জেলার বাহুবল থানার গোহারোয়া গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে আব্দুর রহিম (১৯) ও সিলেটের কানাইঘাট থানার কাজিরপাতন গ্রামের জাহির আলীর ছেলে নিজাম উদ্দিন (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, গত শনিবার রাত সোয়া ১ টার দিকে গ্রেফতারকৃত ডাকাতদের মধ্যে আনিছ মিয়া অন্যান্য ডাকাতদের ভাড়া করে আনে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর ইউনিয়নের করিমপুর গ্রামের ৪ যুক্তরাজ্য প্রবাসীর বাড়ি ডাকাতি করার জন্য। এ বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে জগন্নাথপুর থানার ওসি মো. মুরসালিনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য সৈয়দপুর আগুকোণা গ্রাম এলাকায় ওঁৎ পেতে থাকে। কিছুক্ষণ পর একটি লাইটেস (ঢাকা-মেট্রো-গ-১৩-৩৩০৮) যোগে ডাকাতদল করিমপুর যাওয়ার পথে পুলিশের জালে ধরা পড়ে। এ সময় ডাকাতদের কাছ থেকে ১টি কাটা রাইফেল, ১টি পাইপগান, ৩ রাউন্ডগুলি, ৫টি রামদা, ১টি গ্রিলকাটার, ২টি তালা ও দরজা ভাঙার পাঞ্জা, ১টি শাবলসহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ওসি মো. মুরসালিন জানান, ডাকাতি করা হবে এমন সংবাদ পেয়ে রাস্তায় চেকপোস্ট বসিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ১২ সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে জগন্নাথপুর, ছাতক, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক ২টি মামলা রুজুর প্রক্রিয়া চলছে।