তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুরে ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বাবুল মিয়া (৩২) ৪নং বড়দল উত্তর ইউনিয়নের পুরানঘাট (ডিপচর) গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে। বাদাঘাট পুলিশ ক্যাম্পের সদস্যরা শনিবার মধ্যরাতে উপজেলার বাদাঘাট বাজার চাউল পট্টি মোড় থেকে ১০পিস ইয়াবাসহ ওই যুবককে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানাযায়, শনিবার মধ্যরাতে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ক্যাম্পের এ.এস.আই ফরহাদ আলীর নেতৃত্বে পুলিশ সদস্যরা বাদাঘাট বাজার চাউলপট্টি মোড়ে বাবুলকে আটক করে তার দেহতল্লাশী করে। এ সময় বাবুল মিয়ার কাছ থেকে ১০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাহ্ বলেন, সে এলাকার একজন চিহ্নিত মাদক ব্যাবসায়ী। এ.এস.আই ফরহাদ আলী বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।