জুবিলী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণ নিয়ে শহরে তোলপাড় শুরু হয়েছে। ইতোমধ্যে জুবিলীর প্রতিবাদী ছাত্ররা মাঠ রক্ষার্থে আন্দোলনে নেমেছেন। তাঁরা বুধবার মানববন্ধন-মিছিল করে তাঁদের বিক্ষোভ প্রকাশ করেছেন। ‘জুবিলীর মাঠ ফেরত চাই’ শতকণ্ঠের তীব্র আওয়াজ উঠেছে। মানববন্ধনে প্রাক্তন জুবিলীয়ানরা শরিক হয়েছেন, তাঁরা ‘রক্ত দেব তবু মাঠ দেব না’ এই সুকঠিন প্রত্যয় ব্যক্ত করেছেন।
শহীদ মিনার নির্মাণের বিপক্ষে কেউ নেই। গত বছর ১৯৭১-এ স্থাপিত কেন্দ্রীয় শহীদ মিনার স্থানান্তর প্রচেষ্টার বিরুদ্ধে জেলার প্রগতিশীল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের লোকজন রুখে দাঁড়িয়েছিলেন। এবার মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপনের পরপরই ঘটলো ছাত্রদের বিক্ষোভ প্রদর্শন।
বড় পরিসরে দৃষ্টিনন্দন শহীদ মিনার নির্মিত হোক আমরা সুনামগঞ্জবাসী সকলেই চাই। কিন্তু যথোপযুক্ত স্থান চাই এ জন্য। যে স্থানে মিনার নির্মিত হবে সে স্থানটির কেউ না কেউ মালিক আছেন। সুতরাং শহীদ মিনার নির্মাণের অনুকূলে স্থানটির মালিকানা হস্তান্তর বা হস্তান্তরের অনুমোদন ব্যতীত শহীদ মিনার স্থাপনের কাজ আরম্ভ করার কোনও যৌক্তিকতা থাকতে পারে না।
কেন্দ্রীয় শহীদ মিনার যেখানে আছে আরও বড় পরিসরে সেখানকার জমির মালিকানা শহীদ মিনারের অনুকূলে আনয়নের প্রচেষ্টাই বোধ করি অধিক যথোপযুক্ত হবে, অন্তত স্থানান্তরের বাড়তি বিষয়ে ভাবতে হবে না। তাছাড়া এতে করে শহীদ মিনারকে ঘিরে জনআবেগও তুষ্ট থাকবে।