গতকালের দৈনিক সুনামকণ্ঠের একটি ডেস্ক প্রতিবেদন থেকে জানা যায়, আমাদের সুনামগঞ্জের সূর্যসন্তান পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান নতুন সম্ভাবনাকে কাজে লাগাতে তরুণদের নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। আমরা তাঁকে সাধুবাদ জানাই। তাঁর শুভ প্রচেষ্টা দেশের জন্য কল্যাণ বয়ে আনুক, এই কামনা করি।
তিনি বলেছেন যে, আমাদের প্রধানমন্ত্রীর এবং আমাদের সকলের একটাই ইচ্ছে, বিশ্বের দরবারে বাংলাদেশকে উচ্চমর্যাদার আসনে সমাসীন করা। যেনো বাংলাদেশ বিশ্বমানবতার অংশ হিসাবে গৌরবোজ্জ্বল পরিচিতি অর্জন করতে পারে। আক্ষরিক অর্থেই বাংলাদেশের মতো ‘এখনও অনেকটা অনতিক্রম্য ধরনের অনেক সমস্যায় ব্যতিব্যস্ত’ একটি দেশের পক্ষে এই সম্ভাব্য উত্তরণের রূপকল্প প্রণয়ন চাট্টিখানি কথা নয়। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত এইসব সাহসী ও উচ্চাকাক্সক্ষী প্রত্যয় ব্যক্ত করছেন এবং সাহসের সঙ্গে পথ অতিক্রম করছেন। তাঁর এই সাফল্যের সামগ্রিক রূপকল্পের সঙ্গে ক’দিন আগে তিনি হাওরের উন্নয়নের নিশ্চয়তাকে সম্পৃক্ত করেছেন। বলেছেন, হাওরের উন্নয়নকে উপেক্ষা করে বাংলাদেশের উন্নয়ন কখনও সম্ভব নয়। দেশের টেকসই উন্নয়নের সঙ্গে তেমনি আর একটি বিষয় ওতপ্রোত, সেটি হলো দেশের তরুণসমাজের উন্নয়ন এবং সেটি দেশের শিক্ষার উন্নয়নের সঙ্গে অবিচ্ছেদ্য। এই টেকসই উন্নয়নের সঙ্গে সম্প্রতি যোগ হয়েছে সমুদ্রসম্পদের (সমুদ্রের জল ও তলদেশের সম্পদ) ভাবনা বা ব্লু ইকোনমি বাস্তবায়নের বিষয়। ‘বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য ব্লু অর্থনীতি’ শীর্ষক সম্মেলনে প্রস্তাব করা হয়েছে সমুদ্রবিজ্ঞানকে প্রাধান্য দিয়ে উন্নয়নের রূপকল্প বাস্তবায়নে আলাদা মন্ত্রণালয় গঠন করার। এমন কি এও বলা হয়েছে যে, মন্ত্রণালয় প্রতিষ্ঠা সম্ভব না হলে নিদেনপক্ষে অধিদপ্তর বা কমিশন প্রতিষ্ঠা করা দরকার।
এই প্রসঙ্গে আমাদের কথা হলো, সমুদ্রকে উপেক্ষা করে যেমন দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয় তেমনি হাওরকে উপেক্ষা করেও দেশের টেকসই উন্নয়ন কোনওভাবেই সম্ভব নয়। ভুলে গেলে চলবে না, সমুদ্রে মানুষ বসবাস করে না, হাওরে মানুষ বসবাস করে এবং মানুষের জীবননির্বাহের বিষয়টি হাওরের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত। তাই আমরা মনে করি সমুদ্রবিজ্ঞানের আগে হাওরবিজ্ঞানের তালিম নিতে হবে দেশকে, দেশের তরুণসম্প্রদায়কে হাওরবিজ্ঞানে আগে যথাসম্ভব শিক্ষিত করে তোলতে হবে। এজন্য দেশে হাওর মন্ত্রণালয় কিংবা হাওর অধিদপ্তর কিংবা হাওর কমিশন আগে গঠন করা বোধ করি বেশি সঙ্গত হবে।