“নাটক হোক দিন বদলের হাতিয়ার” প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জ সন্ধ্যামালতী বেতার পরিবার আয়োজন করে দিনব্যাপী পথনাট্য উৎসবের। বৃহস্পতিবার সকাল ১০টায় আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথনাট্য উৎসবের উদ্বোধন করেন সন্ধ্যামালতী বেতার পরিবারের উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী প্রদীপ কুমার পাল। পরে শিশু-কিশোরদের অংশগ্রহণে পরিবেশন করা হয় সামাজিক সচেতনতামূলক পথনাটক “জাগো”। সারাদিনব্যাপী নাটকটি মোল্লাপাড়া ও কুরবাননগর ইউনিয়নের বিভিন্ন স্কুল, বাজার ও উঠানে মঞ্চস্থ করা হয়।
নাটকটির মাধ্যমে হাত ধোয়া, পরিষ্কার-পরিচ্ছন্নতা, শিশুশ্রম, ইভটিজিং, বাল্যবিবাহ, স্কুলে ঝরেপড়া রোধ, কুসংস্কার, অনিয়ম-দুর্নীতিসহ শিক্ষা বিষয়ক নানা বিষয় তুলে ধরা হয়। “জাগো” নাটকটি রচনা ও পরিচালনা করেন সন্ধ্যামালতীর প্রতিষ্ঠাতা সভাপতি শাহিদুর রহমান।
নাটকের বিভিন্ন চরিত্রে ভূমিকা রাখেন রুমী আক্তার, ফরহাদ আলম বাবলা, জুবায়েল আহমেদ, প্রিয়াঙ্কা কর, লিঙ্কী দে, আবিদুর রহমান, শিউলী আক্তার, ইমা আক্তার, বুশরা আক্তার, আলী আহমেদ, পিয়াল আহমেদ, রাফি, সজিব এবং শাহিদুর রহমান।