1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
রবিবার, ১৮ মে ২০২৫, ১০:২৬ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

অগণতান্ত্রিকতা লুটপাটতন্ত্রকে আমন্ত্রণ করে

  • আপডেট সময় শনিবার, ১৬ মার্চ, ২০১৯

গত বৃহস্পতিবার সারাদেশে অন্য রকমের একটি আমেজ বিরাজিত ছিল। বিশেষ করে মাধ্যমিক বিদ্যালয়গুলোর চত্বরে চত্বরে। অনেকটা আনন্দ উৎসবের মতো আমেজ-মুখরতা। সত্যি চমৎকার। এর একটি কারণ ছিল এবং কারণ সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায় দৈনিক সুনামকণ্ঠের প্রতিবেদকের একেবারে শুরুর বক্তব্য থেকেই। প্রতিবেদক লিখেছেন, ‘ভবিষ্যৎ নেতৃত্বের বিকাশ, গণতান্ত্রিক ও সহনশীল মানসিকতায় বেড়ে ওঠা, জয় পরাজয় মেনে নেওয়া, জীবনের পরতে পরতে শৃঙ্খলা পাঠের শিক্ষাসহ নানা বিষয় মাথায় রেখেই সারাদেশের ন্যায় সুনামগঞ্জের ২৮০টি শিক্ষাপ্রতিষ্ঠানে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ ছিল বিদ্যালয় ক্যাম্পাসগুলোতে।
দেশে গণতান্ত্রিকতার ভেতরে অগণতান্ত্রিকতার চর্চাকে নিরসন করার লক্ষ্যে বিদ্যালয়ে গণতান্ত্রিকতার শিক্ষা সমুন্নতকরণের প্রযতœ প্রসারিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় গত ক’দিন আগে ডাকসু’র নির্বাচন হয়ে গেলো এবং বৃহস্পতিবার হলো মাধ্যমিক বিদ্যালয়গুলোতে। দেশের শিক্ষার্থীদের মধ্যে এইরূপ গণতান্ত্রিকতার চর্চা অদূর ভবিষ্যতে দক্ষ ও প্রকৃতপক্ষেই গণতান্ত্রিকতার মহান আদর্শে আদর্শায়িত নাগরিকের সংখ্যাবৃদ্ধি ঘটবে বলে আশা করা যায়। এমন ইতিবাচক ভাবনা ইতোমধ্যে শিক্ষার্থীদের চেতনায়ও উদ্রিক্ত হচ্ছে। একজন শিক্ষার্থী বলেছেন, ‘নির্বাচনের মাধ্যমে আমার নিয়মতান্ত্রিক যে শিক্ষা পেয়েছি আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমরা সেই চেষ্টা করবো। একজন যোগ্য নাগরিক হয়ে সর্বক্ষেত্রে দেশের প্রতিনিধিত্ব করতে চাই।’ তখন একজন আমজনতার মনে হয় তো এই ভাবনা জাগ্রত হয়ে আলোড়ন তোলে যে, আমাদের আইনসভায় অন্তত তখন একজন ইয়াবা ব্যবসায়ী জনপ্রতিনিধি হয়ে বসার সুযোগ পাবে না।
প্রধানমন্ত্রী প্রতিনিয়ত এই দেশটিকে একটি আদর্শ গণতান্ত্রিক দেশ করে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করে চলেছেন। কিন্তু তাঁর এই প্রচেষ্টা বারবার প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে। যেমন ২৮ বছর পর ডাকসু’র নির্বাচন হয়ে গেলো এবং নির্বাচনটি যেখানে অগণতান্ত্রিক স্বৈরাচারের স্পর্শ বাঁচিয়ে সর্বাঙ্গসুন্দর হওয়ার কথা ছিল তা হয়নি, কারচুবির অভিযোগ উঠেছে। এমনটি হওয়া কীছুতেই সঙ্গত নয়। বাংলাদেশ এই অসঙ্গত স্বৈরাচারী মানসিকতা থেকে বেরিয়ে আসতে চায়। প্রশ্ন হলো আমাদের শিশুরা যদি পারে তবে আমরা বড়রা পারছি না কেন? সংশ্লিষ্টদেরকে এই কথা নিমগ্নচিত্তে একবার ভাবতে হবে। আত্মস্বার্থের কাছে দেশের স্বার্থকে বলি দেওয়ার নির্বোদ্ধিতা থেকে বেরিয়ে আসার সময় হয়েছে। মনে রাখতে হবে, অগণতান্ত্রিকতা লুটপাটতন্ত্রকে আমন্ত্রণ করে। মানুষ লুটপাটের শিকার হতে চায় না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com