প্রিয় পাঠক, শুভেচ্ছা, অভিবাদন, কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ। আজ দৈনিক সুনামকণ্ঠ ৫ম বর্ষে পদার্পণ করেছে। এ জন্য আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার সীমা নেই। সুনামগঞ্জের আপামর মানুষের সহযোগিতাই সুনামকণ্ঠকে টিকিয়ে রেখেছে, বাঁচিয়ে রেখেছে এই কথা আমরা দ্বিধাহীন চিত্তে স্মরণ করি।
২০০১ সালের ১৩ জুলাই সাপ্তাহিক হিসেবে আত্মপ্রকাশের পর ২০১৫ সালের ১ জানুয়ারি দৈনিক হিসেবে যাত্রা করে সুনামকণ্ঠ। পথচলার এই সময়ে সুনামকণ্ঠকে বন্ধুর পথ অতিক্রম করতে হয়েছে। কিন্তু সেই পথ পারি দিয়ে সুনামকণ্ঠ সব সময়ই থেকেছে ‘সত্য প্রকাশে দ্বিধাহীন’।
আজ থেকে ১৭ বছর আগের দিনটি অর্থাৎ ২০০১ সালের ১৩ জুলাই যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সুনামকণ্ঠ যাত্রা শুরু করেছিল সেই পথেই আমার হেঁটে চলেছি, আগামীতেও চলবো। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য সুস্পষ্ট। আমরা স্বাধীন, নিরপেক্ষ, সৎ, সাহসী এবং সুসাংবাদিকতা করবো। আমরা কোনো দল বা মহলের লেজুড়বৃত্তি করবো না। সত্য উচ্চারণে কখনো দ্বিধা করবোনা। আমরা দেশ, মাটি ও মানুষের কথা বলবো, ধারণ করবো গণতন্ত্র আর মুক্তিযুদ্ধের পক্ষের মূল্যবোধকে। সেই সব লক্ষ্যে আমরা অবিচল রয়েছি।
আমরা জানি, একটি বস্তুনিষ্ঠ সংবাদপত্রের পক্ষে সবাইকে সন্তুষ্ট করা কঠিন। এই কারণে সুনামকণ্ঠ অনেকের অসন্তুষ্টির কারণ ঘটিয়েছে। কিন্তু পাঠকের আনুকূল্য ও সমর্থনের ঘাটতি ঘটেনি। ৫ম বর্ষে পদাপর্ণের শুভলগ্নে আমরা প্রত্যয় ব্যক্ত করছি- সৎ, বস্তুনিষ্ঠ, সাহসী এবং সুসাংবাদিকতায় সুনামকণ্ঠ অবিচল থাকবে। কারো মন জোগাতে নয়, মানুষের মন জাগাতে সুনামকণ্ঠ কাজ করে যাবে।