জানা কথা আমাদের দেশে উন্নয়নের ঘোষণা, প্রতিশ্রুতি ইত্যাদি রাজনীতিবিদদের মুখে লেগেই থাকে। রাজনীতিক রেওয়াজ অনুসারে রাজনীতিকরা যখন যেখানে যান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে আসেন। দুর্মুখেরা বলেন, বন্যা বইয়ে দেন এবং তারপরে যথারীতি ভুলে যান, বাংলাদেশে এটাই রাজনীতির নিয়ম। তাই রাজনীতিক প্রতিশ্রুতি সবসময়ই বরখেলাপির সুদৃশ্য চাদরে ঢাকা তাকে। সে-চাদর কখনও সরে না। এ জন্য দেশ তাঁদের প্রতিশ্রুতির চোরাবালির তলে ডুবতে ডুবতে কেবল তলিয়ে যেতেই থাকে।
এখন দেশে নির্বাচনের ঢামাঢোল বাজছে। প্রচারণা তুঙ্গে। চারিদিকে প্রতিশ্রুতির ফুলঝুরি ঝরছে। নির্বাচনকে সামনে রেখে, ভোটারদের মন জয়ের অভিপ্রায়ে ইতোমধ্যে রাজনীতিক দলগুলো নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। সেখানে প্রতিশ্রুতির কোনও কমতি নেই। এইসব প্রতিশ্রুতি যেহেতু রাজনীতিক কৌশলের উপকরণরূপে বিবেচ্য, তাই এইসব প্রতিশ্রুতি ক্ষেত্র বিশেষে প্রতিপালিত হলেও সামগ্রিকভাবে সব সময় যে প্রতিপালিত হবেই এমন আশা করাও সঙ্গত নয়। প্রকারান্তরে প্রতিশ্রুতির রাজনীতির নিয়মে দেশের কতিপয় মানুষের শ্রীবৃদ্ধি হতেই থাকে, দেশ সব সময়ই পিছিয়ে পড়ে এবং উন্নয়নের স্পর্শবঞ্চিত শাল্লা উপজেলায় তাই স্বাধীনতার সাতচল্লিশ বছর পর চার চাকার গাড়ি প্রবেশের সুবর্ণ সুযোগ ঘটে। গতকালের সুনামকণ্ঠের একটি সংবাদশিরোনাম ছিল, “স্বাধীনতার ৪৭ বছর পর শাল্লায় ৪ চাকার গাড়ি!” সত্যি!! কী চমৎকার গেল দেখা, শাল্লায় গাড়ি চার চাকা।
শাল্লার পশ্চাদপদতার নিদর্শন প্রদর্শনকারী প্রতিবেদনটি পত্রিকার যে-পৃষ্ঠায় ছাপা হয়েছে সে-পৃষ্ঠার শীর্ষশিরোনামটি ছিল, “আমরা হাওরাঞ্চলের সার্বিক উন্নয়নের ব্যবস্থা নিচ্ছিÑ শেখ হাসিনা”। এইটিও একটি প্রতিশ্রুতি এবং প্রতিশ্রুতিটি উন্নয়নের। সবচেয়ে তাৎপর্যের বিষয় এই যে, উন্নয়নটি হাওরাঞ্চলের উন্নয়নের। এটি প্রধানমন্ত্রীর মতো বড় মাপের রাজনীতিকের মুখে এই প্রথম উচ্চারিত হলো। হাওরাঞ্চলের প্রাকৃতিকভাবে উপদ্রুত এলাকা শাল্লায় চার চাকার গাড়ি প্রবেশের সংবাদে যেমন বিস্ময়ের উদ্রেক করে এই প্রতিশ্রুতিটি কিন্তু তেমন কোনও বিস্ময়ের উদ্রেক করে না। এই প্রতিশ্রুতিটি মানুষের অন্তরে আশার উদ্রেক করে। কারণ এই প্রতিশ্রুতিটি উচ্চারণ করেছেন যিনি তিনি বঙ্গবন্ধুকন্যা, তিনি আসলেই বাংলাদেশের উন্নয়নের রূপকার। যিনি অনায়াসে যমুনাসেতু ও পদ্মাসেতু বানাতে পারেন, উদ্বাস্তু সমস্যার ভার বহন করতে পারেন, তিনি অবশ্যই হাওরাঞ্চলকেও উন্নয়নের ক্ষমতা রাখেন। আমরা হাওরপাড়ের উপদ্রুত মানুষেরা, শাল্লার মানুষেরা বুকের পিলসুজে প্রত্যাশার প্রদীপ জ্বালিয়ে প্রতীক্ষায় রইলাম।