তাহিরপুর প্রতিনিধি ::
বেসরকারী উন্নয়ন সংস্থা স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আইসিডিপি প্রকল্পের সহায়তায় পরিচালিত প্রত্যাশা কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর ২০১৮-১৯ অর্থ বছরের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে তাহিরপুর উপজেলার মোল্লাপাড়া সমিতির কার্যালয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য শাহানা বেগমের সঞ্চালনায় সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
২০১৮-১৯ অর্থ বছরের সম্ভাব্য আয় ব্যায়ের হিসেব উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক ডা. আব্দুস সামাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আইসিডিপি প্রকল্পের তাহিরপুর ফিল্ড ম্যানেজার উইলসন দালবত, সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শহিদ তালুকদার, আইসিডিপি প্রকল্পের এফএফ নাসির উদ্দিন, সমিতির সদস্য রীনা আক্তার, আয়েশা সিদ্দিকা, শাপলা কিশোরী দলের সদস্য ফাতেমা আক্তার প্রমুখ। সভার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন, সমিতির সদস্য রফিকুল ইসলাম, গীতাপাঠ করেন মিশু রানী সরকার।