দিরাই প্রতিনিধি ::
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই শাল্লা) আসনে বিএনপির স্থানীয় প্রার্থীদের থেকে পিছিয়ে আছে প্রবাসী প্রার্থীরা। ওই আসনের সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীসহ ৮ প্রার্থীর মধ্যে ৫ প্রবাসী দলীয় হাই কমান্ডের কাছে মনোনয়ন পত্র জামা দিয়েছেন ।
দলীয় সুত্রে জানাযায়, মনোনয়নপত্র জমা দিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাহির রায়হান চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির যগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ, যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার আব্দুল মজিদ তাহের, হাজি আবু তাহের চৌধুরী এবং বর্তমান বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর বড় ছেলে মাহদিন চৌধুরী সায়মন।
স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতা কর্মীদের সাথে আলাপ করে জানাযায় এ আসনে সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়ক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরীর মনোনয়ন দিতে পারে দল। যারা মনোননয়প্রত্র জমা দিয়েছেন এদের মধ্যে ৫জনই প্রবাসী এবং অন্যদের স্থানীয় রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই।
এব্যাপারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী বলেন, আমরা নাছির উদ্দিন চৌধুরীর নেতৃত্বে দিরাই শাল্লায় বিএনপি’র দূর্গ গড়ে তুলেছি। গত উপজেলা পরিষদ নির্বাচনে দুটি উপজেলায় পূর্ণ প্যানেল জয়ী হয়েছে বিএনপি প্রার্থীরা। এছাড়া ৯৬ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সুরঞ্জিত সেনগুপ্তকে পরাজিত করে নাছির চৌধুরী বাংলাদেশে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছিলেন। এ আসনে নাছির চৌধুরীর মনোনয়ন অনেটকা নিশ্চিত।
তিনি বলেন, আমাদের নেতা সুরঞ্জিত সেনগুপ্তের সাথে নির্বাচন করেছেন এবার সুরঞ্জিত সেনগুপ্ত বিহীন নির্বাচন খুব একটা জমে উঠবে বলে মনে হয়না। বড় দলে প্রতিযেগিতা থাকবেই কিন্তু যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা অধিকাংশই প্রবাসী এবং স্থানীয় রাজনীতিতে নেই।সুষ্ট নির্বাচন হলে আমাদের নেতা বিপুল ভোটে জয়ী হবেন।