1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
রবিবার, ১৮ মে ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

লাউড়রাজ্যের প্রাচীন নিদর্শন পর্যটনের দ্বারোন্মোচন ঘটাবে

  • আপডেট সময় শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮

প্রচীন লাউড় রাজ্যের রাজধানীর ধ্বংসাবশেষের পরিসরে প্রতœখনন কাজ শুরু হয়েছে। বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতœতত্ত্ব অধিদপ্তরকে এই মহৎ কাজ শুরু করার জন্য ধন্যবাদ জানাই। যদিও এই কাজ শুরু করা উচিৎ ছিল আজ থেকে সাড়ে চার দশক আগে, বাংলাদেশের স্বাধীনতার শুরুর দিকেই। কিন্তু এই দেশ স্বাধীনতার কয়েক বছরের মধ্যেই পেছনমুখী প্রতিক্রিয়াশীল শক্তির করায়ত্ব হয়ে পড়ায় এই প্রতœখননের কাজ স্বাভাবিকভাইে পিছিয়ে পড়ে অন্যান্য আরও জরুরি কাজের মতোই, যে-গুলো আমাদের শুরু করার কথা ছিল অনেক আগেই।
প্রাচীন লাউড় রাজ্যের অস্তিত্বের কথা জানা যায় সংস্কৃত মহাকাব্য মহাভারতের কাহিনী থেকে। সেখানে কুরুক্ষেত্রের যুদ্ধে লাউড়ের রাজা ভগদত্তের অংশগ্রহণের উল্লেখ আছে। সেদিক থেকে বিবেচনায় এই রাজ্য কমপক্ষে চার হাজার বছরের পুরনো। প্রথম দিনের খননকাজের শেষে খননদলেরর প্রধান জানিয়েছেন, ভূপৃষ্ঠের উপরের স্তরের স্থাপত্যের নীচে ‘সারি সারি পুরাতন ইট পাওয়া গেছে।’ এই ইটপ্রপ্তি উপরের স্তরের নীচে প্রচীনকালের স্থাপত্যের নিদর্শন পাওয়ার সম্ভাবনাকে উজ্জ্বল করে তোলছে। প্রতœতাত্ত্বিকদের বরাত দিয়ে পত্রিকায় বলা হয়েছে, ‘তাহিরপুরের লাউড়েরগড়ে অনেক প্রতœতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে, যেটি কয়েক যুগকে সংযুক্ত করবে।’
২০১২ সালে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, তিনি সুনামগঞ্জের কীতিসন্তান, প্রাচীন লাউড় রাজ্যের রাজধানীর ধ্বংসাবশেষে প্রতœখনন পরিচালনার জন্য সংশিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তাঁর সুমহৎ প্রচেষ্টা শেষ পর্যন্ত বাস্তবায়িত হচ্ছে। তাঁকে ধন্যবাদ কিংবা অভিনন্দন আমরা জানাবো না, তবে এই সুবাদে তাঁর শ্রীকরকমলে ভালোবসার পুষ্পাঞ্জলি অর্পণ করছি।
আমরা সুনামগঞ্জের প্রাচীন ইতিহাস উন্মোচনের অধীর অপেক্ষায় আছি। সেই সঙ্গে মনের ভেতরে আশা জাগছে যে, টাঙ্গুয়ার প্রাকৃতিক সৌন্দর্য ও এই প্রাচীন নিদর্শনকে উপলক্ষ্য করে এখানে পর্যটনের নবদ্বারোন্মোচন ঘটবে।
পরিশেষে এই প্রতœখননেরর প্রধান ড. আতাউর রহমানসহ এই কাজের সঙ্গে ওতপ্রোত সকলকেই সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com