স্টাফ রিপোর্টার ::
বাঁধ নির্মাণে দুর্নীতি বন্ধ ও সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণা করার দাবিতে মানববন্ধন করেছে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি। বুধবার দুপুরে আইনজীবী সমিতি প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাড. হুমায়ূন মঞ্জুর চৌধুরী, সাবেক পিপি অ্যাড. আফতাব উদ্দিন আহমেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক এমপি অ্যাড. আব্দুল মজিদ, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. জহুর আলী, অ্যাড. শামছুল ইসলাম, আইজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনূর আলী, অ্যাড. রোকেস লেইস, অ্যাড. কামাল হোসেন প্রমুখ।
এদিকে দিরাই উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ফসলহারা কৃষকদের উদ্যোগে ‘সচেতন দিরাইবাসী’র ব্যানারে দিরাই থানা পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দিরাই প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, কমিউনিটি নেতা সেলিম সরদার, দিরাই প্রেসক্লাব সভাপতি শামসুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক একে কুদরত পাশা, অর্থ সম্পাদক সৈদুর রহমান তালুকদার, মহিউদ্দিন মিলাদ, যুবনেতা সুমন, সজিব রশিদ চৌধুরী, ছাত্রনেতা শাহ আলম, ডালিম, স্কাউট লিডার তায়েফ চৌধুরী, পাপ্পু, সজিব চৌধুরী, অমর তালুকদার প্রমুখ।
বক্তারা বলেন, পাউবো ও পিআইসির দুর্নীতির কারণে কৃষকরা পথে বসার উপক্রম হয়েছে। সঠিক সময়ের মধ্যে বাঁধ নির্মাণ কাজ শেষ করা হলে এ পরিস্থিতি হতো না। বাঁধের যে কাজটুকু হয়েছিলো তাও নি¤œমানের। হাওরের কৃষকদের বাঁচাতে হলে দিরাইকে ‘দুর্গত এলাকা’ ঘোষণা করতে হবে।