জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার ২০১৬-১৭ শিক্ষাবর্ষের আলিম প্রথম বর্ষ শিক্ষার্থীদের ছবক প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি আলহাজ আব্দুল হকের সভাপতিত্বে ও প্রভাষক মাওলানা মহি উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ। বক্তব্য রাখেন মাদ্রাসা গভর্নিংবডির সদস্য মোজাক্কির হোসেন, বাংলা প্রভাষক রফিকুল ইসলাম মল্লিক, আরবি প্রভাষক ফরিদ আহমদ। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ছাত্র সংসদের জিএস মো. উমর ফারুক, নবীণ শিক্ষার্থী আবু সালেহ কয়েছ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইয়াকুব আহমদ ও নাতে রাসূল (সা.) পরিবেশন করেন মো. আব্দুল বাছিত।
সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, তোমরা জীবনের প্রথম সোপান মাড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় সোপানে পদার্পণ করেছ। নিয়মিত পড়ালেখার মাধ্যমে সফলতা অর্জন করতে হবে। মনে রাখবে অধ্যাবসায় হচ্ছে জীবনের সফলতার মূল চাকিাঠি। পড়ালেখা ও উন্নত চরিত্র গঠনের মাধ্যমে একজন যোগ্য নাগরিক হিসেবে গড়া উঠাই হবে তোমাদের জীবনের মূল লক্ষ্য।