জামালগঞ্জ প্রতিনিধি ::
জামালগঞ্জে আরগণ ফার্মাসিউসিক্যালস এর বিক্রয় কেন্দ্র শাখা উদ্বোধ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার মধ্যবাজারে উদ্বোধনী অনুষ্ঠানে জামালগঞ্জ শাখার পরিবেশক আলহাজ্জ্ব আবুল কালাম সভাপতিত্বে ও আরগণ ফার্মাসিউসিক্যালস এর প্রশিক্ষক ও সেল্স ম্যনেজার কেএম জাহেদ আহম্মেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা. জাকির হোসেন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ডা: শফিকুল ইসলাম, উপজেলা জামে মসজিদের পেশ ঈমাম হাফেজ মো: নূর উদ্দীন, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ, ইউপি সদস্য আলী আক্কাছ মুরাদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডিএমএফ জিলাল অহমেদ, ওয়ালী উল্লাহ সরকার প্রমুখ। উপস্থিত ছিলেন, আরগণ এর জেনারেল ম্যনেজার রুখনুজ্জামান, জামালগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী প্রদীপ’সহ উপজেলার সুধী সমাজের প্রতিনিধিবৃন্দ।
বক্তারা বলেন, চিকিৎসা জগতের প্রথম ওষুধ আবিষ্কার হয়েছিল আয়ুর্বেদীয়। এর ধারাবাহিকতায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে পরবর্তীতে বিভিন্ন ওষুধ আবিষ্কার হয়। আয়ুর্বেদীয় ও আধুনিক চিকিৎসা সেবা দিতে হাওর অঞ্চলের এ উপজেলায় বিশেষ বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে। সল্প খরচে রোগীদের ব্যবস্থাপনা সহ ন্যায্য মুল্যে ওষুধ সরবরাহ ও বিক্রয় করা হবে। সকল শ্রেণী পেশার মানুষের আয়ুর্বেদীয় ব্যবহারে সুস্বাস্থ্য রক্ষায় আহবান জানান।