বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
বিশ্বমম্ভরপুর উপজেলার ফতেপুর ইউপির সংগ্রামপুর গ্রামের করিম চাল মিলে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। রোববার দিনগত রাতে এই ঘটনা ঘটে। মিল মালিক জানান, চোররা মিলের লোহার গ্রিল কেটে তালা ভেতরে প্রবেশ করে বস্তায় রক্ষিত প্রায় ২শ মন ধান চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় পরদিন সোমবার বিশ্বম্ভরপুর থানায় মিল মালিক আব্দুল করিম বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রাইসমিল মালিক আব্দুল করিম জানান, রাতে মিলে কোন লোকজন থাকেন না। ঘটনার রাত একই রীতিমতো সবাই বাড়িতে যাই। সকালে এসে দেখি রাইসমিলের গ্রিল কাটা ও দরজা ভাঙা। পরে মিলের ভেতরে গিয়ে দেখি বস্তায় রক্ষিত প্রায় ২শ মন ধান চুরি হয়ে গেছে।
এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ সহিদুর রহমান জানান, চুরির বিষয়টি তদন্তাধীন রয়েছে।