জগন্নাথপুর প্রতিনিধি :
জগন্নাথপুরে শিশুদের ঝগড়া নিয়ে সংঘর্ষে এক শিশু নিখোঁজ ও তিন শিশু আহত হয়েছে। রোববার দিবাগত রাতে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামের সাদেক মিয়ার ছেলে শাহ আলম (১২), নূর আলম (১০), একই গ্রামের সুনু মিয়ার ছেলে সাকেল মিয়া (১৪) ও পাইলগাঁও গ্রামে নানা বাড়িতে বেড়াতে আসা উপজেলার আশারকান্দি ইউনিয়নের বুরাইয়া গ্রামের গয়েছ মিয়ার ছেলে রাকিব মিয়া (১৩)সহ ৪ শিশু বর্শা দিয়ে মাছ শিকার করতে পার্শবর্তী হাওর পাড়ে যায়।
এক পর্যায়ে তারা মাছ শিকারে রাণীগঞ্জ ইউনিয়নের নোয়াপাড়া গ্রাম এলাকায় চলে যায়। এ সময় নোয়াপাড়া গ্রামের কয়েকটি শিশু তাদেরকে চিনতে না পেরে গালিগালাজ করে। তখন শিকারি শিশুরাও পাল্টা তাদেরকে গালিগালাজ করে। এ পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া লেগে যায়।
নোয়াপাড়া গ্রামের শিশুদের পক্ষ নিয়ে মজমিল মিয়া (৪০) ও তার ভাই সিদ্দিকুর রহমান নামের দুই ব্যক্তি এসে মাছ শিকারে আসা শিশুদের উপর রাতের অন্ধকারে হামলা চালায়।
হামলায় নূর আলম, রাকিব মিয়া ও সাকেল মিয়া গুরুত্বর আহত হলেও আরেক শিশু শাহ আলম নিখোঁজ রয়েছে হয়ে যায়। আহতদের মধ্যে নূর আলম ও রাকিব মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্য আহত সাকেল মিয়াকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এেিদক-নিখোঁজ শিশু শাহ আলম হামলায় আঘাতপ্রাপ্ত হয়ে হাওরের পানির নীচে তলিয়ে গেলো! নাকি ভয়ে কোন আত্মীয়-স্বজনের বাড়িতে গিয়ে লুকিয়ে রয়েছে। এ নিয়ে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
নিখোঁজ শিশু শাহ আলমের চাচা মনুফর মিয়া জানান, অনেক খোঁজাখুজির পরও সোমবার পর্যন্ত কোন সন্ধান মেলেনি শাহ আলমের।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ওসি মো. মুরসালিন জানান, শিশুদের ঝগড়ায় আহতদের থানায় এনে দেখানো হলেও নিখোঁজের বিষয়ে আমার জানা নেই।