স্টাফ রিপোর্টার ::
সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী স্বেচ্চাসেবকলীগ। সোমবার দুপুরে শহরের রমিজ বিপণীস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্চাসেবক লীগের সভাপতি শুয়েব চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক জুবায়ের আহমদ অপুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন
জেলা কমিটির সহ-সভাপতি মাসুক আহমদ, সাংগঠনিক সম্পাদক লাভলু আহমদ, সুনামগঞ্জ সদর উপজেলা স্বেচ্চাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মখলিছুর রহমান, যুগ্ম আহ্বায়ক শিবলু আহমদ চৌধুরী, রোহেল আহমদ, পৌর স্বেচ্চাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবুল হোসেন, অ্যাডভোকেট বাবুল মিয়া, অ্যাডভোকেট কামাল আহমদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার সাথে জড়িত জঙ্গিরা পাকিস্তান ও একটি প্রভাবশালী দেশের দুষ্কৃতকারী। তাদের ইন্ধনে জঙ্গিরা বাংলাদেশে হামলা করে দেশি-বিদেশি মানুষদেরকে নির্মমভাবে হত্যা করেছে। জঙ্গিরা দেশের বিভিন্ন স্থানে হামলা করে আওয়ামী লীগ সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চায়। আর তাই তাদের কঠোর হাতে দমন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে।
বক্তারা আরো বলেন, একাত্তরের মতোই জনগণের সুদৃঢ় ঐক্য প্রতিষ্ঠায় বাংলাদেশকে জঙ্গি ও সন্ত্রাসমুক্ত করা সম্ভব। তাই ঐক্যই আমাদের শক্তি ও জেগে ওঠার প্রেরণা। মনে রাখতে হবে এই দেশ ও জাতিসত্ত্বা রক্ষায় ঘরে ঘরে আবারো মুক্তিযুদ্ধের চেতনায় দুর্গ গড়ে তুলতে হবে। সে জন্য প্রতিটি পাড়া ও মহল্লায় সর্বস্তরের দেশপ্রেমিক ছাত্র-যুব-নারী-শ্রমিক- শোজীবী শ্রেণির প্রতিনিধি নিয়ে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সংগঠন গঠন করতে হবে। যারা বিএনপির ইশারায় দেশে ইসলাম প্রতিষ্ঠার নামে যেভাবে নিরীহ মানুষদের হত্যা করছে তা কোনভাবে সমর্থনযোগ্য নয়। এদের প্রতিহত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করার আহবান জানান।