সুনামকণ্ঠ ডেস্ক ::
পিরোজপুর শহরের কেন্দ্রীয় কালী মন্দির ও পালপাড়া দূর্গা-কালী মন্দিরের পুরোহিতকে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে। এছাড়াও শহরের সোহরাওয়ার্দী কলেজের পেছনে শ্রীশ্রী কালী মন্দিরের পুরোহিতকে ও সিকদার মল্লিক ইউনিয়নের অপর আর একটি মন্দিরের পুরোহিতকেও একই ধরনের হত্যার হুমকি দেয়া হয়েছে। রোববার রাতে পালপাড়া দূর্গা-কালী মন্দিরের পুরোহিতকে ও সোমবার সকালে কেন্দ্রীয় কালী মন্দিরের পুরোহিতকে চিঠি দিয়ে এ হুমকি দেয়া হয়।
পালপাড়া দূর্গা-কালী মন্দিরের সভাপতি নরেন্দ্রনাথ রায় জানান, রাতে মন্দিরের মধ্যে পুরোহিত রুহিদাস পাল ঢুকলে একটি চিঠি পড়ে থাকতে দেখে তা পড়ে দেখে চিঠিতে তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। বিষয়টি আমাকে জানানো পরে রাতে বিষয়টি কাউকে না জানিয়ে সোমবার সকালে জেলা
প্রশাসককে জানাই।
শহরের কেন্দ্রীয় কালী মন্দিরের পুরোহিত সলিল মুখার্জী জানান, সকালে মন্দিরে আসলে ভেতরে একটি চিঠি দেখতে পান। চিঠি খুলে দেখতে পান সাদা কাগজে হাতে লেখা এই কথাগুলো তাতে আমাকে জীবননাশের হুমকি দেয়া হয়েছে । ঘটনাটি সঙ্গে সঙ্গে মন্দির কমিটি ও থানায় পুলিশকে জানাই।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমুর রহমান বিশ্বাস জানান খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা উভয় মন্দিরে ঘটনাস্থলে যাই। পুরোহিতদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ বিষয়ে সদর থানায় আমি নিজেই একটি সাধারণ ডায়েরি করেছি।
এ বিষয়ে পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন জানান, সার্বিক বিষয়ে আমাদের নজরদারি রয়েছে। এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।