1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
শনিবার, ১৭ মে ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

আগামী নির্বাচনে আ.লীগ বিকল্পহীন এক রাজনীতিক দল

  • আপডেট সময় শনিবার, ২৫ আগস্ট, ২০১৮

আনন্দের ঈদ আমাদের সকলের জীবনকে পরিপ্লাবিত করে গেলো গত ক’দিন আগে। এখনও সে-আনন্দের আমেজ একেবারে মুছে গেছে বলে মনে হয় না। আশা করি সকলেই যারযার অবস্থান থেকে সে-আনন্দকে নির্বিঘেœ উপভোগ করতে পেরেছেন। যদিও আমাদের দেশের বর্তমান আর্থনীতিক অবস্থা এমন নয় যে, ঈদের আনন্দ বা অন্য যে-কোনও আনন্দই হোক, সকলের ক্ষেত্রে আর্থনীতিক অবস্থার সাপেক্ষে আপনা আপনিই সমান হারে আরোপিত হবে। সমান হারে আনন্দ উপভোগের আর্থসামাজিক বিন্যাস সে-রকম করে গড়ে তোলা সম্ভব হয়নি। আমাদের দেশের প্রতিক্রিয়াশীল রাজনীতি সে-জন্য অনেকটাই দায়ী। এদেশ ৭১-য়ের পর স্বাধীনতা ও রাষ্ট্রের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর পরিচালনায় সামাজিক সম্পদে মানুষের সমান অধিকারের আর্থব্যবস্থা প্রতিষ্ঠার দিকে এগিয়ে চলছিল। কিন্তু প্রতিক্রিয়াশীল রাজনীতিকচক্র, এককথায় ৭১-য়ে মুক্তিযুদ্ধবিরোধী ও স্বাধীনতাবিরোধীরা, ১৯৭৫-য়ের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে মানুষে মানুষে আর্থনীতিক বৈষম্য নিরসনের পথ থেকে দেশকে সরিয়ে দিয়ে সামরিকতন্ত্র কায়েম করে। দীর্ঘ একুশ বছর পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশ ধীরে ধীরে আর্থনীতিক অধঃপতনের গহ্বর থেকে উদ্ধার পেতে শুরু করে এবং অবশেষে বর্তমান সময়ে এসে মধ্যআয়ের দেশ হিসেবে আবির্ভূত হয়। ১৯৭৫-পরবর্তী দুর্দশার জন্য দায়ী প্রতিক্রিশীল রাজনীতির নায়ক-নায়িকারা এখনও রাজনীতিতে সক্রিয় আছেন। তাঁরা চাইছেন দেশকে আবার পূর্বাবস্থায় অর্থাৎ নিজেদের লুটপাটের জন্য দেশটাকেই একটি ‘খাওয়া ভবন’ বানানোর মতো অবস্থায় নিয়ে যেতে। বলা বাহুল্য, সে জন্য অবশ্যই দেশবাসীকে সতর্ক থাকতে হবে।
নির্বাচন অত্যাসন্ন। আশা করা যায় আগামী ডিসেম্বরের আগেই দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচনে এমন রাজনীতিক শক্তিকে ক্ষমতায় নিয়ে আসতে হবে, যে রাজনীতিক শক্তি দেশের বর্তমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সক্ষম হবে, আবার দেশকে বিশ্বসেরা দুর্নীতিবাজ দেশে পরিণত করবে না, স্বাধীনতাবিরোধী প্রতিক্রিয়াশীলদের গাড়িতে জাতীয় পতাকা উড়ানোর সুযোগ করে দেবে না।
কেউ কেউ অনুমান করছেন, নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে স্বাধীনতার পক্ষের শক্তির পতাকাতলে স্বাধীনতাবিরোধীরা অন্তর্ঘাত সৃষ্টির দুরভিসন্ধি নিয়ে সমবেত হতে শুরু করেছে, এমনকি এই ক’দিন আগেও চলমান রাজনীতির ক্ষেত্রে অরাজনীতিক আন্দোলনকে রাজনীতিক আন্দোলনে পর্যবশিত করার ষড়যন্ত্রমূলক তৎপরতা পরিলক্ষিত হয়েছে। এমতাবস্থায় কীছুতেই এইসব স্বাধীনতাবিরোধী প্রতিক্রিয়াশীল রাজনীতিক শক্তি আবার ক্ষমতায় অধিষ্ঠিত হোক জনসাধারণের সেটা কাম্য নয়। দেশের বর্তমান পরিস্থিতিতে, দেশের বর্তমান আর্থনীতিক উন্নতির ধারা অব্যাহত রাখতে আমরা মনে করি, আগামী নির্বাচনে তাই বাংলাদেশের রাজনীতিক কা-ারী হওয়ার জন্যে বাংলাদেশ আওয়ামী লীগ বিকল্পহীন এক রাজনীতিক দল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com