1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
শনিবার, ১৭ মে ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

মাছ শিকারীদের আর্থনীতিকভাবে সচ্ছল করে তোলতে হবে

  • আপডেট সময় রবিবার, ২২ জুলাই, ২০১৮

দৈনিক সুনামকণ্ঠে গতকালের একটি সংবাদ শিরোনাম ছিল, “ধর্মপাশায় দুই জেলেকে জরিমানা।” জেলার ঠগা, কাইঞ্জা ও হাড়গোড়া হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনাকালে এই দুই জেলেকে দুই হাজার মিটার মশারি জালসহ আটক করে জনপ্রতি আড়াই হাজার টাকা করে জরিমানা এবং অপরদিকে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
মাত্র দুয়েকদিন আগে একজন জনপ্রতিনিধি এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বলেছিলেন, ‘সুনামগঞ্জের প্রাকৃতিক মৎস্যভা-ার রক্ষা করতে হবে’, সে সংবাদ আমরা পত্রিকায় পড়েছি। আর গতকাল পড়লাম, মশারি জাল দিয়ে মাছ মেরে জেলেরা মাছের বংশ নির্মূল করে দিচ্ছে। মশারি জাল এমন একটি মৎস্যমারণাস্ত্র যে-অস্ত্র প্রয়োগ করে ছোটবড় সব রকমের মাছ ধরে মাছের বংশ সত্যিকারভাবেই ধ্বংস করার প্রক্রিয়া অব্যাহত আছে। এতে বড় প্রজাতির মাছের পোনা রেহাই পাচ্ছে না এবং প্রকারান্তরে হাওরের পরিবেশে মাছের প্রজাতি নির্মূলের পরিস্থিতি তৈরি হচ্ছে। এই মশারি জাল দিয়ে মাছ ধরার রেওয়াজ সম্পূর্ণভাবে বন্ধ করতে না পারলে জনপ্রতিনিধির ভাষণানুসারে ‘সুনামগঞ্জের প্রাকৃতিক মৎস্যভা-ার রক্ষা করা’ কখনওই সম্ভব নয়। হাওরে হাওরে অভিযান চালিয়ে দুয়েকজন জেলেকে ধরে জরিমানা করে ছেড়ে দিয়ে এবং জব্দকৃত জাল পুড়িয়ে দিয়ে হাওরের মৎস্যসম্পদ রক্ষা করার সরকারি প্রচেষ্টা নতুন কীছু নয়, আইনি এই প্রক্রিয়া দশকদুয়েক আগে থেকেই শুরু হয়েছে, কিন্তু কোনও ধরনের সফলতা অর্জন করা সম্ভব হচ্ছে না এবং জানা কথা, সমস্যা থাকলে সে-সমস্যার সমাধানও থাকে। হাওরে মশারি জাল দ্বারা মৎস্য শিকার বন্ধেরও যথাযথ উপায় আছে। যথাযথ কর্তৃপক্ষকে অবশ্যই সে-উপায় বের করে প্রয়োগ করার ক্ষেত্রে আন্তরিক হতে হবে। কঠোর হতে হবে আইন প্রয়োগে। সেটা না করা গেলে, হাওরের মানুষকে, বিশেষ করে যে-সব মানুষ মৎস্যশিকার করে জীবন নির্বাহ করে তাঁদেরকে, আর্থনীতিকভাবে সচ্ছল করে তোলতে হবে আগে। মাছ মারার কাজ ছাড়া জীবন নির্বাহের অন্য কাজ দিতে হবে। হাওরবাসীর মৎস্যশিকার করে জীবন নির্বাহের প্রয়োজনকে নির্মূল করা না গেলে মশারি জালের দ্বারা মাছ মারবেই হাওরপাড়ের মানুষেরা এবং ‘সুনামগঞ্জের প্রাকৃতিক মৎস্যভা-ার রক্ষা করা’ও সম্ভব হবে না কখনও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com