দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। তাতে কারও কোনও সন্দেহ নেই। সমাজে জীবনবিনাশী রাজনীতিক ও সামাজিক পরিবেশ তৈরির প্রবণতাকে প্রতিরোধ করা যাচ্ছে না। এক শ্রেণির মানুষ ইসলামী কট্টর রাজনীতির মতান্ধ অনুসারী হয়ে জঙ্গিত্বের বিনাশী কর্মকা-ে নিজেকে জড়িত করে ফেলছে। বিশেষ করে তরুণ সমাজ মননে-কর্মে ও জীবনচর্চায় বিপথগামী হচ্ছে। তাদের আত্মঘাতী প্রবণতার ভয়ঙ্কর ধ্বংসাত্মক শক্তি সমাজকে অস্তির করে তোলছে। বিশ্বসমাজে দেশের ভাবমূর্তি ম্লান হচ্ছে। দেশের সকল মানুষের সঙ্গে আমরাও এতে উদ্বিগ্ন।
গতকালের সুনামকণ্ঠের একটি সংবাদশিরোনাম ছিলÑ ‘জঙ্গিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধটি গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর’। এই প্রতিরোধ সংগ্রামেও তাঁর সমর্থক সহগামী এবং মনে করি, জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক প্রদিরোধের কোনও বিকল্প নেই। সে লক্ষ্যে একটি বহুত্ববাদী সমাজ গড়ে তোলতে হবে। রাজনীতিক ও সামাজিক কর্মকা-ে বহুমতের সৃষ্টির মাধ্যমে সকল মানুষের সমান বিকাশের সুযোগ করে দিতে হবে। মনে রাখতে হবে এমন একটি সামাজিক-রাজনীতিক পরিবেশ সৃষ্টি করতে না পারলে জঙ্গিবাদকে প্রতিরোধ করা সম্ভব হবে না।