যে জাতি যতো শিক্ষিত হবে সেই দেশ ততো উন্নত হবে। দেশের রাষ্ট্রবিজ্ঞানী ও মনীষীরা এই উক্তি করেছেন। শিক্ষা ক্ষেত্রে সরকারের বাস্তবিক ও কার্যকর পদক্ষেপগুলো এই উক্তিটির যথার্থতা প্রমাণ করে।
সম্প্রতি সুনামগঞ্জের ১০টি বেসরকারি কলেজ সরকারি কলেজ হিসেবে প্রধানমন্ত্রীর অনুমোদন লাভ করেছে। বিষয়টি জেলাবাসীর জন্য খুবই আনন্দের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণার মধ্য দিয়ে শিক্ষাবান্ধব আওয়ামী লীগ সরকার দেশের সামগ্রিক শিক্ষার মানোন্নয়নে আরো এক ধাপ এগিয়ে গেলো।
মিডিয়ার বদৌলতে জানা গেছে, সুনামগঞ্জের ১০টি বেসরকারি কলেজ অবশেষে সরকারি কলেজ হিসেবে প্রধানমন্ত্রীর অনুমোদন লাভ করেছে। গত ৩০ জুন প্রধানমন্ত্রীর অনুমোদনপ্রাপ্ত ১৯৯ কলেজের তালিকা কঠোর গোপনীয়তার মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সারাদেশের ১৯৯টি কলেজের মধ্যে সুনামগঞ্জের ১০টি কলেজ অনুমোদন লাভ করেছে।
বেসরকারি কলেজগুলো সরকারি অনুমোদন লাভ করায় যারপরনাই আনন্দিত জেলাবাসী। তবে সরকারি কলেজগুলোর অবকাঠামো, শিক্ষা উপকরণ, লোকবলসহ মানসম্পন্ন শিক্ষার পরিবেশ যদি তৈরি করা না যায় তাহলে এই আনন্দ নিরানন্দে পরিণত হবে এবং শিক্ষাক্ষেত্রে কাক্সিক্ষত সুফল আসবে না। আমরা আশা করবো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সদ্য সরকারি হওয়া কলেজগুলোকে ঢেলে সাজাবে। শিক্ষাক্ষেত্রে সরকারের একের পর উদ্যোগ গ্রহণ করায় দেশের শিক্ষাব্যবস্থার অনেক অগ্রগতি হয়েছে। ফলে দেশ দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। সুনামগঞ্জের ১০টি বেসরকারি কলেজ সরকারি অনুমোদন লাভ করায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা সাধুবাদ জানাই। সেই সাথে দেশ এগিয়ে যাক উন্নয়নের সোপানে এটাই আমাদের প্রত্যশা।