জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে মাসব্যাপী মিনি ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর শাহপুর গ্রামে শাহ স্পোর্ট একাডেমির উদ্যোগে প্রতি বছরের মতো এবারো মাসব্যাপী মিনি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। শুক্রবার (৮ জুলাই) বিকেলে ফাইনাল প্রতিযোগিতায় এসএসপি ক্লাবকে ২-০ গোলে হারিয়ে ইউনাইটেড ক্লাব বিজয়ী হয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
শাহ স্পোর্ট একাডেমির সভাপতি ফুটবলার সেলিম আহমদের সভাপতিত্বে ও সিলেট বিভাগীয় ধারাভাষ্যকার সংস্থার সভাপতি জুয়েল আহমদ নুরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শিক্ষাবিদ আবু হোরায়রা ছাদ মাস্টার, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, কাউন্সিলর দিলোয়ার হোসেন, জগন্নাথপুর ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুর রউফ, ব্যবসায়ী কবির উদ্দিন প্রমুখ।
এ সময় শাহ স্পোর্ট একাডেমির সহ-সভাপতি এনামুল হক, বশির আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সহ-সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক তারেক মিয়া, সহ-সম্পাদক জাহাঙ্গীর মিয়া, কোষাধ্যক্ষ আবুল হোসেন, সহ-সম্পাদক সুমন মিয়া, প্রচার সম্পাদক বাদল মিয়া, সহ-সম্পাদক খয়রুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, সদস্য এমডি মুন্না, ফুটবলার তারেক, হোসেন, আনোয়ার, অপু, মোর্শেদ, পারভেজ, ফাহিম, সাকিব, রাহিম, রাসেল, তোফায়েল, রাজু, হানিফ, আজিম, সাইম, মামুন, তোহা, জুনেদ, জাকিসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠানের শুরুতে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।