ধর্মপাশা প্রতিনিধি ::
‘মাদক, দুর্নীতি, সন্ত্রাস ও শোষণমুক্ত সমাজ চাই’ এই স্লোগানকে সামনে রেখে ধর্মপাশা উপজেলার মধ্যনগর বাজারে বুধবার দুপুরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ও সুনামগঞ্জ- ১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ড. রফিকুল ইসলাম তালুকদারের নেতৃত্বে উপজেলার মধ্যনগর থানার সামনের সড়ক থেকে মধ্যনগর মধ্যবাজারের স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণ পর্যন্ত এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এর আগে ড. রফিকুল ইসলাম তালুকদারকে স্বাগত জানিয়ে মধ্যনগর বাজারে একটি মিছিল হয়।
শোভাযাত্রা শেষে মধ্যনগর বাজারের শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদের মধ্যনগর থানা শাখার সিনিয়র সহ সভাপতি সুষেন চন্দ্র সরকার।
বঙ্গবন্ধু পরিষদের মধ্যনগর থানা শাখার সভাপতি শেখ মো. আলী হোসেনের সঞ্চালনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মনোনয়ন প্রত্যাশী ড. রফিকুল ইসলাম তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মধ্যনগর থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য উপানন্দ সরকার, চামরদানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান তালুকদার, বঙ্গবন্ধু পরিষদের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মান্নান, বঙ্গবন্ধু পরিষদের মধ্যনগর থানা শাখার সাধারণ সম্পাদক কৃপেশ চন্দ্র সরকার রিংকু প্রমুখ।
ড. রফিকুল ইসলাম তালুকদার বলেন, এই সমাজ ও রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত মাদক, দুর্নীতি, সন্ত্রাস ও শোষণমুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন করা সম্ভব হবে না। আসুন সবাই মিলে এগুলোকে প্রতিহত করি।