স্টাফ রিপোর্টার ::
ধানেশ্রী সংগীত একাডেমির উদ্যোগে ‘বর্ষা বরণ’ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে শহরের মহিলা কলেজ রোডস্থ একাডেমির অস্থায়ী কার্যালয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কবিতা ও গানে গানে বর্ষাকে বরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধানেশ্রী সংগীত একাডেমির সভাপতি চিনু মোহন চন্দ। কবিতা আবৃত্তি করেন অয়ন, পিয়া ও পূর্বা। সংগীত পরিবেশন করেন মানিক মোহন চন্দ, সায়ন, আরশি, বুশরা, প্রমি চন্দ, রূপা আক্তার, ঐশী তালুকদার পূজা ও মিলন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বিজয় বিশ্বাস রাজু।