সাজ্জাদ হোসেন শাহ্ :
তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারের হাজি সুরুজ মিয়া মার্কেটে সোমবার (৪ জুলাই) ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি দোকান ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, বাদাঘাট বাজারের হাজি সুরুজ মার্কেটে সোমবার ভোরে মনির হোসেন নামক এক কসমেটিক্স ব্যবসায়ীর দোকানে প্রথমে আগুন লাগে। এরপর কসমেটিক্স দোকানের পাশে থাকা আফজাল হোসেনের বেডিং স্টোরে আগুন ছড়িয়ে পড়ে। পরে মসজিদের মাইকে আগুন লাগার বিষয়টি জানানোর পর বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই এ.কে.এম জালাল উদ্দিন, এ.এস.আই ফরহাদ আলীর নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীকে সাথে নিয়ে সম্মিলিতভাবে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
আগুনে আফজাল হোসেনের বেডিং স্টোর ও মনিরের কসমেটিকস স্টোরটি সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়।
জানা যায়, আগুনে আফজাল হোসেনের বেডিং স্টোরে থাকা তুলা, থান কাপড়, শাড়ি লুঙ্গিসহ প্রায় ২০ লাখ ও মনিরের কসমেটিক স্টোরে থাকা ১৩ লাখ টাকার মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও আশপাশের দোকানে ক্ষয়-ক্ষতি হয়েছে। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে এ বিষয়ে ব্যবসায়ারী নিশ্চিত করে কিছু বলতে পারেননি।