পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সোস্যাল চ্যারিটি সুনামগঞ্জ। স্থানীয় এবং প্রবাসী সুনামগঞ্জবাসীর সহযোগিতায় ১১০টি সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
রোববার (৩ জুলাই) দুপুর ২টায় সুনামগঞ্জ শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল আবেদীন, আমরা ফউন্ডেশনের সভাপতি জাকারিয়া জামান তানভির, সাধারণ সম্পাদক রিপন জামান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সোস্যাল চ্যারিটি-এর প্রধান সমন্বয়ক ইজাজুল হক চৌধুরী নাছিম।
মোয়াজ্জাজুর মোয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং সোস্যাল চ্যারিটির উপদেষ্টা দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান তপু, ইসতিয়াক আহমদ রাহি, শারজিল, পরাগ, সাগর, মাসুম আমেদ অপু, মাকসুদুর দীপু, তালহা, সৈকত, সাকিব, মামুন, আবির, সামি প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি