স্টাফ রিপোর্টার ::
অর্ধ লক্ষাধিক টাকার জালনোটসহ মো. নাছির উদ্দিন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। সে সদর উপজেলার ইসলামপুর দক্ষিণ পাড়ার মৃত দেলোয়ার আলী’র পুত্র।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার (৪ জুলাই) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারি পুলিশ সুপার মো. বেল্লাল হোসেন মল্লিক-এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সুলেমানপুর গ্রামের নৈগাংগামী রাস্তায় ৫১ হাজার টাকার জালনোটসহ মো. নাছির উদ্দিনকে গ্রেফতার করে।
র্যাব জানায়, এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।