বিশেষ প্রতিনিধি ::
ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। ঘোষিত হয়েছে ঈদের সরকারি ছুটিও। গতকাল শুক্রবার ছুটিরদিনে শহরের মার্কেটগুলোতে ছিল উপচে পড়া ভিড়। সকাল থেকেই মার্কেটগুলোতে ভিড় জমান সাধারণ মানুষ।
পুরো সপ্তাহে যারা কাজের চাপ ও নানাবিধ ব্যস্ততায় ঈদের কেনাকাটা করতে পারেননি, তারা শুক্রবার সকাল, দুপুরে রোদ ও বিকেলে বৃষ্টি উপেক্ষা করেই বিভিন্ন মার্কেট ঘুরে পছন্দসই পোশাকসহ কেনাকাটা করতে আসেন। তাই সকাল থেকেই ভিড় দেখা যায় শহরের মার্কেটগুলোতে। শহরের সুরমা মার্কেট, আধুনিক বিপনি বিতান লন্ডন প্লাজা, দোজা মার্কেট, নবনির্মিত নেজা প্লাজায় মানুষের ভিড় ছিল বেশি।
অনেকেই এসেছিলেন পরিবারসহ। তবে কেনাকাটায় নারীদের উপস্থিতি ছিল বেশি। প্রচন্ড ভিড়ের মাঝে কথা বলার সময় ছিল না ক্রেতা-বিক্রেতাদের।
শহরের হাছননগর এলাকার তানভীর আহমদ বলেন, শেষ সময়ে কাপড় যাচাই-বাছাই করছি, পছন্দ হলেই কিনবো।
সুনামগঞ্জ সরকারি কলেজের ছাত্রী ফারহানা তাসনিম জানান, অন্যবারের চেয়ে এবার মার্কেটগুলোতে ভালো মানের পোশাক এসেছে। তবে দাম বেশি হলেও পছন্দমতো পোশাক পাওয়া যাচ্ছে।
ব্যাংক কর্মকর্তা এহতেশামুল হক বলেন, শেষ সময়ে এসে পোশাক পছন্দ করা কষ্টকর। একটি পাঞ্জাবি ও বাচ্চাদের জন্য কিছু পোশাক কিনেছি।
লন্ডন প্লাজার ব্যবসায়ী রুজেল আহমদ বলেন, শুক্রবার হওয়ায় ক্রেতাদের ভিড় বেশি। দাম-দর করার সময় কম। আমরা পোশাকের মান অনুযায়ী দাম রাখছি।