স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ-বেতগঞ্জ সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করে জেলা শহরের সাথে যোগাযোগ রক্ষা করে আসছেন। কিন্তু সড়কটি সংস্কারের অভাবে দীর্ঘদিন যাবৎ যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসেনি। এ জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদাসীনতাকে দায়ি করেছেন। সংশ্লিষ্টরা উদাসীন থাকলেও সচেতন এলাকাবাসী সড়কটি সংস্কারে উদ্যোগ নিয়েছেন।
তাঁরা জানান, ভাঙাচোরা সড়কপথে জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ লোকজনকে চলাচল করতে হচ্ছিল। পুরো রাস্তার তিন কিলোমিটার জুড়ে খানাখন্দে ভরপুর। যানবাহন উল্টে প্রায় সময়ই দুর্ঘটনা ঘটে আসছিল। যাত্রীবাহী গাড়ির চালকরা সম্প্রতি এ রাস্তার তিন কিলোমিটার বন্ধ করে দিয়ে যান চলাচল করার সিদ্ধান্ত নিয়েছিল। এসব দিক বিবেচনা করে স্থানীয় মোল্লাপাড়া ইউনিয়নবাসীর উদ্যোগে ভাঙাচোরা দুই কিলোমিটার রাস্তা সংস্কারের উদ্যোগ নেয়া হয়। গতকাল শুক্রবার সকালে স্বেচ্ছাসেবকরা ভাঙাচোরা সড়ক সংস্কারে নামেন। সড়কে ইট ফেলে চলাচল উপযোগী করা হয়েছে।
জানা যায়, এলাকাবাসী নিজেদের উদ্যোগে অর্ধলক্ষাধিক টাকা ব্যয় করে সড়ক সংস্কার কাজ করছেন। এতে করে যান চলাচলে ঝুঁকি কিছুটা কমেছে।
সড়ক সংস্কারে উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান, সাবেক মেম্বার মস্তফা মিয়া, অ্যাডভোকেট রমজান আলী, মোল্লাপাড়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক মো. আজাদ মিয়া, মুক্তিযোদ্ধা মনির উদ্দিন, মনির উদ্দিন টেইলার্স, সাবেক মেম্বার মর্তুজ আলী, সাবেক মেম্বার আব্দুল কুদ্দুছ, শামীম আহমদ, তাজ উদ্দিন, ফেদাউর রহমান প্রমুখ।